[gtranslate]

এবার বিশ্বকাপে খেলতে পারবেনা গতবারের আয়োজক দেশ রাশিয়া-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ণ / ৬৪
এবার বিশ্বকাপে খেলতে পারবেনা গতবারের আয়োজক  দেশ রাশিয়া-

বিশ্বকাপ ফুটবল সংস্হা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল পরিচালনাকারী সংস্হা ঊয়েফা সোমবার যৌথ বিবৃতিতে জানিয়েছে,রাশিয়র জাতীয় ফুটবল দল ও ক্লাবগুলো এবার বিশ্বকাপ ও কোন প্রতিযোগীতায় অংশ নিতে পারবে না।

ইউক্রেনের ঊপর হামলার পর রাশিয়াকে এক ঘরে করার দাবী ঊঠেছে ক্রীড়া দুনিয়ায়।এ দাবীর প্রতি সমর্থন জানিয়ে কঠোর পদক্ষেপ নিল এই দুই ক্রিড়া সংস্হা ফিফা ও উয়েফা।অর্থাৎ এ বছর কাতার বিশ্বকাপে দেখা যাবে গতবারের আয়োজক দেশ রাশিয়াকে।ইউরোপ লীগ থেকেও ছুটে গেল দেশটি।

পোল্যান্ড,সুইডেন,চেক প্রজাতন্রও জানিয়ে দিয়েছে,তারা বিশ্বকাপ বাছাইপর্বে রাশিয়ার সাথে খেলবে না।ফ্রান্সও রাশিয়াকে অপসরনের দাবী তুলেছে।একই পথে হাটছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্হা(আইওসি)।আন্তর্জাতিক ক্রিড়া সংস্হার আসর থেকে রাশিয়া এবং বেলারুশকে বহিস্কার এর সিদ্ধান্তে নিয়েছে আইওসি।