[gtranslate]

বিএনপি শুধু নির্বাচন কমিশন নয়,নির্বাচনই করতে চাই না- তথ্যমন্ত্রী


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ণ / ৫৭
বিএনপি শুধু নির্বাচন কমিশন নয়,নির্বাচনই করতে চাই না- তথ্যমন্ত্রী

আদালতে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবে না বিধায় বিএনপি শুধু নির্বাচন কমিশন নয়,নির্বাচনই চাই না।বরং তারা চোরা পথে কিছু করা যায় কিনা সেই চেষ্টাই রয়েছে।
রোববার়(২৭ ফ্রেবুয়ারী)সন্ধ্যায় ভারত সফর শেষে দেশে ফিরে মন্ত্রী তার সরকারি বাসভবনে সোংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাব দেন।
তথ্যমন্ত্রী বলেন,কাজী হাবিবুল আওয়ালের নাম বিএনপি ঘরনার বুদ্বিজীবি ড জাফরউল্লাহ প্রস্তাব করেছিলেন।সেখান থেকে তার নামটা এসেছে এবং এজন্যে জাফরুল্লাহ সাহেব অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সাম্প্রতিক ভারত সফরকে অত্যন্ত ফলফসূ বলে ঊল্লেখ করে বলেন,চলচলচিত্র ঊৎসব উদ্ধোধনের পাশাপাশি ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীদের সাথে আমার বৈঠক হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ অনেক দূর এগিয়েছে।
তিনি আরো বলেন,ত্রিপুরা ও আসাম রাজ্যে চট্টগ্রাম বন্দর ব্যবহার করল তারা যেমন ঊপকৃত হবে,বাংলাদেশও অর্থনৈতিভাবে লাভবান হবে।
সূত্র- বাসস