[gtranslate]

দীর্ঘ ৮৬ বছর পর ঐতিহাসিক আয়া সোফিয়া ফাতিহ মাদ্রাসা উদ্বোধন এরদোগানের-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ / ২২২
দীর্ঘ ৮৬ বছর পর ঐতিহাসিক আয়া সোফিয়া ফাতিহ মাদ্রাসা উদ্বোধন এরদোগানের-

ছবি- সংগৃহীত

বন্ধ হয়ে যাওয়া তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সুফিয়া ফাতিহ মাদ্রাসা পুনরায় চালু করা হয়েছে।৭৬ বছর আগে মাদ্রাসাটি বন্ধ করার পর ফের চালু করা হলো।
তুর্কির প্রেসিডেন্ট এরদোগান আনুষ্ঠানিকভাবে মাদ্রাটি ঊদ্বোধন করেন।এটি এখন থেকে সুলতান মোহাম্মদ আল ফাতিহ বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শিক্ষা গবেষনা কেন্দ্র হিসেবে পরিচালিত হবে।

মাদ্রসাটি পুননির্মান ও প্রস্তুতে তত্ত্বাবধান করেছে তুর্কির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রনালয়।
শুক্রবার ঊদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান বলেন,আমরা আমাদের মহান অতীতকে বর্তমান ও ভবিষ্যতের সাথে জুড়েছি।আমাদের জনগনের সাথে তাকে একত্রিত করার জন্যে একটি অত্যন্ত গুরুত্বপুর্ন পদক্ষেপ নিয়েছি।
তিনি আরো বলেন,ইস্তানবুল বিজয়ের পর শহরের প্রথম মাদ্রাসাসা হিসেবে আয়া সোফিয়ার পাশে ফাতিহ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
এরদোগান বলেন,মাদ্রাসাটি ১৯২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রক্ষনাবেক্ষন,মেরামত ও নির্মাণের মাধ্যমে কাজ চালিয়ে গিয়েছিল।কিন্তু পরে যারা দেশের ঐতিহ্যের ইতিহাস মূলে ফেলতে চেয়েছিল,তাঁরাই এই মাদ্রাসা ভোগে দিয়েছিল।সেই ঐতিহাসিক মাদ্রসা নতুন করে পথ চলা শুরু করল।
এরদোগান বলেন,মাদ্রাসাটি আবারও অন্যতম শিক্ষাকেন্দ্রে পরিনত হবে।
সূত্র- আরটি ডট এজেন্সী
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/