[gtranslate]

৮১.জনের মৃত্যুদন্ড কার্যকর করেছে সৌদি আরব,আলোচনা বাতিল ইরানের-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ / ৫৫
৮১.জনের মৃত্যুদন্ড কার্যকর করেছে সৌদি আরব,আলোচনা বাতিল ইরানের-

সৌদিতে এক দিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকরের পর দেশটির সাথে আলোচনার বাতিল করেছ ইরান।রোববার ইরানের শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

কোন ধরনের কারন ঊল্লেখ না করে সৌদি আরবের সাথে পন্চম দফায় আলোচনা বাতিল করেছে ইরান।এ সপ্তাহে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা ছিল।এছাড়া সৌদি আরব কর্তৃক একদিনে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকরের বিষয়ে আলোচনা করেছে ইরান।৮১ জনের মাঝে ৪১ জন শিয়া মুসলিম।এদিকে ইরানের পরমানু চুক্তি নিয়ে ভিয়েনা আলোচনাও স্হগিত আছে।

নূর নিঊজ জানিয়েছে।ইরান নিজেই সৌদি আরবের সাথে আলোচনা ব্রাজিল করেছে।নতুন করে কবে আলোচনা হবে তার তারিখও বলা হয়নি।

এদিকে সৌদি আরবের সাথে আলোচনা বাতিলের বিষয়ে সৌদির সরকারী গনমাধ্যম অফিস কোন মন্তব্য করেনি বলে কয়টার্স জানিয়েছে।

সূত্র- মিডল ইষ্ট মনিটর

ছবি- সংগৃহীত