ওস্তাদকে সবক শোনাচ্ছে রাশাদ।ছবি- সংগৃহীত
ফিলিস্হিনি শিশু রাশাদ আবু রাআস সাত বছর বয়সী ফিলিস্হিনি শিশু।সেই আট মাসে পবিত্র কুরানুল করিম মূখস্হ করেছে।সেই এখন কুরানে হাফেজ।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যম জানায়,রাশাদ গাঁজা উপত্যকার এ বছরের সর্বকনিষ্ঠ হাফেজে কুরান।রাশোদের বাবা বলেন,আমি রাশাদকে শৈশব থেকে দোআ করতাম-“হে আল্লাহ,তুমি আমার ছেলেকে হেদায়েতপ্রাপ্ত ও হেদায়েতের পথ প্রদর্শক বান্দাদের কাতারে শামিল করে”।
তিনি বলেন,যখনই তিনি অল্প সময়ের মধ্যে হাফেজ হলেন,তখন অনুভব করলাম,আল্লাহ আমার দোআ কবুল করেছে এবং তাকে হেদায়েত দান করেছে।আর মানুষের জন্যে কুরানই বড় হেদায়েত।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সেক্রেটারী জেনারেল শায়খ আলি মুহিঊদ্দিন কারা দাগিও এক টুইট বার্তায় বলেন,আগামীর বিজয় প্রজন্ম।সুলতান সালাঊদ্দিনের ঊত্তরসূরী রাশাদ আবু রাআস।কুরানুল করিম হিফজ করেছে সাত বছর বয়সে।
সূত্র-আল জাজিরা
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :