[gtranslate]

৭ ই জুন পর্যন্ত জেল হাজতে থাকবেন পিকে হাওলাদার-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ২৮, ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ / ২১০
৭ ই জুন পর্যন্ত জেল হাজতে থাকবেন পিকে হাওলাদার-

ছবি- সংগৃহীত

আগামী ৭ই জুন পর্যন্ত প্রশান্ত কুমার হাওলাদার জেল হেফাজতে থাকবেন।কলকাতার স্হানীয় আদালত এই নির্দেশ দিয়েছে।

বাংলাদেশের গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা পাচার এবং ভারতে বেআইনিভাবে বিপুল পরিমান অর্থ পাচার এর দায়ে অভিযুক্ত পিকে হাওলাদার ও তার পাঁচ সহযোগীকে কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয়েছিল।

বিচারক তাদেরকে আগামী ৭ ই জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।কেন্দ্রীয় অর্থ মন্ত্রনালয়ের তদন্ত সংস্হা ইডি র অফিসাররা প্রয়োজনে তাদেরকে জেরা করতে পারবেন বলে বিচারক জানিয়েছেন।

ইডির আইনজীবী অরজিৎ চক্রবর্তী জানিয়েছেন,পিকে হাওলাদারের বিরুদ্ধে চান্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে।যতই তদন্ত চলছে ততই নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে।তার আরো বিপুল পরিনাম সম্পত্তির কথা জানা যাচ্ছে।কিন্ত তিনি আয়ের ঊৎস জানাতে পারেনি।এখনো পর্যন্ত তার তেরটি বাড়ী ও ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছে।প্রচুর জমিও কিনেছে।এসব টাকা তিনি বাংলাদেশ থেকে পাচারকৃত।

আইনজীবি জানিয়েছন,তার সাথে বাংলাদেশের অনেক প্রভাবশালী ব্যবসায়ী জড়িত আছে।এই প্রভাবশালীদের তালিকা তৈয়ার হচ্ছে।তদন্তের স্বার্থে তাদের নাম জানানো যাচ্ছে না।বিষয়টি বাংলাদেশ সরকার নিবিড় পর্যবেক্ষনে রেখেছেন বলে বিডি টুডে নিঊজকে জানায়।

গত ১৪ মে পিকে হাওলাদারকে আটক করে ইডি।তারপর থেকে তার সহযোগী সহ পিকে হাওলাদার জেল হেফাজতে আছে।

সত্র-ডয়েচে ভেলে

বিডি টুডে নিঊজ