[gtranslate]

৫৮২ ক্লিনিক ও ডায়াগনিষ্টক সেন্টার বন্ধ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ / ১৮৪
৫৮২ ক্লিনিক ও ডায়াগনিষ্টক সেন্টার বন্ধ-

বিশেষ এক অভিযানে তিন দিনে সারা দেশে নিবন্ধনহীন ৫৮২ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্হ্য অধিদপ্তর।গত বুধবার এই অভিযান শুরুর তৃতীয় দিন রোববার  স্বাস্হ্য অধিদপ্তরের  হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন এ তথ্যে জানিয়েছেন।তিন দিনের এ অভিযান চললেও ভবিষ্যতে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।খবর বিডি নিঊজের

গত বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের(প্রসাশন) এক সভায় অনিবন্ধিত ক্লিনিক বা ডায়াগনষ্টিক সেন্টার ৭২.ঘন্টা বা তিন দিনের মধ্যে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়।

বিডি টুডে নিঊজ