[gtranslate]

২৭ শে এপ্রিল থেকে পোষাক শ্রমিকদের ছুটি-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২২, ৪:৩৮ পূর্বাহ্ণ / ১৭৮
২৭ শে এপ্রিল থেকে পোষাক শ্রমিকদের ছুটি-

ছবি-সংগৃহীত

আদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ এপ্রিল থেকে পোষাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন,নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌং।

রোববার সচিবালয়ে এক সভা শেষে সোংবাদিকদের সংগে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।বিজিএমইএ ও বিকেএমইএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান,বিজিএমই ও বিকেএমই থেকে জানানো হয়েছে,আগামী ২৭ এপ্রিল থেকে পর্যায়ক্রমে তারা পোষাক শ্রমিকদের ছুটির ব্যবস্হা করবে।যাতে করে রাস্তা এবং নৌপথে অতিরিক্ত চাপ না তৈরি না হয়।

তিনি আরো বলেন,চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ রা বা ৩রা মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।এতারিখটির প্রতি নজর রেখে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নৌপথে চলাচলকারী যাত্রী সাধারনের যেকোন জরুরী প্রয়োজনে বা সেবা সংক্রান্ত বিষয়ে সাহায্যের্থে বিআইডব্লিঊর হটলাইন(১৬১১৩) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/