ছবি- সংগৃহীত
বিএনপির স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌং বলেছেন,১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু তৈরিতে ৪০ হাজার কোটি টাকার খরচ দেখানো হয়েছে।বাকী ৩০ হাজার কোটি টাকা গেল কোথায়?আমরা জানি গেছে কোথায়।এসব বের হবে।
শুক্রবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম রেল ষ্টেশন চত্বরে খালেদা জিয়কে কটুক্তির অভিযোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন,পদ্মা সেতুর টাকা দুবাই,মালেশিয়া,ও আমেরিকার কোন একাউন্টে গেছে তা আমরা জানি।কানাডায় কতটা বাড়ি ও জায়গা কিনা হয়েছে সব কিন্তু আমরা জানি।
খালেদা জিয়া যখন রাস্হায় বের হয় তখন লাখ লাখ লোক সমাবেত হন।তালদেখে আপনি ভয় পান।কারন আপনি যখন সমাবেশ করতে যান তখন টাকা দিয়ে লোক আনলেও,থাকতে চায় না।ঊন্নয়নের নামে অনেক লুট পাট করেছেন।দুর্নীতি করে টাকা জমিয়েছেন বিদেশে।স্বৈরচার এরশাদের সাথে নির্বাচন করে দেশের মানুষের সাথে বেঈমানি করেছেন।দিনের ভোটে রাতে হয়েছে।ডালারের দাম একশ টাকায় ঊন্নীত হয়েছে।দশ টাকা দামের চাল এখন ষাট টাকা।সোয়াবিন তেল ২১০ টাকা।মানুষের ক্রয় ক্ষমতা এতো বাড়েনি।আগে মানুষ ৫০০ টাকা আয় করলে ১০০ টাকা জমাতে পারতো।আর এখন ১০০০ টাকা আয় করেও ১০০ টাকা ধার নিতে হয়।এই হল বাংলাদেশের ঊন্নয়নের আসল ছবি।
চট্টগ্রাম মহানগর আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন চৌং সভাপতিত্তে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ অন্যান্যরা।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :