[gtranslate]

হিরের খনি,মাটি খুঁড়তেই!


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২২, ৫:২৬ পূর্বাহ্ণ / ৮৪
হিরের খনি,মাটি খুঁড়তেই!

ডায়মন্ড স্টেট পার্ক নামে পরিচিত।আমেরিকার ঐ পার্কে একরের পর একর জুড়ে রয়েছে,রং বেরং এর হিরে।গল্পকথা নয়।আরকানসাসের পাইক কাঊন্টিতে মারফ্রিজবোরো শহরে প্রায় ৯১১ একর এর মধ্যে সাড়ে ৩৭ একরজুড়ে রয়েছে,হিরের খনি।

এটিই একমাত্র হিরের খনি,যেখানে আমজনতার জন্যে দ্বার অবধারিত।তবে শর্ত একটাই পার্কে ঢুকতে অনলাইনে বা স্বশরীরে উপস্হিত হয়ে টিকিট কাটতে হবে।খনি বলতে সাধারণত যে ছবি ভেসে আসে,এটি তা নয়।

শতাব্দীর প্রাচীন এই পার্কে হিরের খোঁজ চলছে ১৯০৬ সাল থেকে।তখন মালিকনায় ছিল হাডলস্টনের নিকট।১৯৭২ সালে আরকানসাস ডিপার্টমেন্ট অব ট্যুরিজম এর মর্যাদা দেয়।