ছবি- সংগৃহীত
ভারতের বানারসীর জ্ঞানবাপী মসজিদটি অনেক দিনের পুরানো।একটি ঐতিহাসিক মসজিদ।হিন্দুত্ববাদীদের চোখ এখন ঐ মসজিদের দিকে।তারা নতুন করে শুরু করেছে মসজিদ ভাংগার বিভিন্ন তালবাহানা।শিবলিংগের গুজব ছড়িয়ে জনমনে সৃষ্টি করেছে অশান্তির দানা।
বারনসী মসজিদে আজ এ দাবী করেছে মসজিদ কমিটি।তারা এও জানিয়েছে,মসজিদে যে শিবলিঙ্গ আছে,তা তারা অভিযোগ করেছে,কিন্তু প্রমান করতে পারেনি।
বারানসী আদালতে আজ মসজিদ কমিটি বলেন,গুজবের ফলে অশান্তির সৃষ্টি হয়েছে।তার(শিবলিঙ্গ)অস্তিত্ব প্রমানিত হওয়ার আগে তা হতে দেয়া যায় না।
সূত্র- আজকাল
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :