হিজাবি ও বিপ্লবী শিক্ষার্থী মুসকান খান।ছবি- সংগৃহীত
ভারতের কর্নটাকের আলোচিত হিজাবি কন্যা মুসকান খান বাবার সাথে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় গিয়েছেন।তার মৃত্যুর খবরটি গুজব।
কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি বেশ আলোচনা চলছিল।মুসকানের পরিবারের বরাত দিয়ে মানবধিকার কর্মী নিশ্চিত করেন,এই বিপ্লবী ও হিজাবি কন্যা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবার সাথে মক্কায় অবস্হান করছেন।
ইতিমধ্যে কাবা শরীফের সামনে তিনি একটি ছবিও পোষ্ট করেন টুইটারে।যেখানে বলা হচ্ছে ,দেশে না ঁথাকায় এক স্বার্থন্বেষী মহল ও ঊগ্রবাদী হিন্দু তার মৃত্যুর খবর ছড়িয়েছে।
প্রসংগত ,ফ্রেবুয়ারী মাসে কর্নাটাকের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ক্লাসরুমে হিজাব নিষিদ্ধ করা হয়।বিক্ষোভরত অবস্হায় কলেজে বোরকা পরে গেলে মুসকান কট্টরপন্তীদের মুখোমূখি হন।
মুসলিম এ তরুনী ভয় না পেয়ে”আল্লাহু আকবর,আল্লাহু আকবর”বলে পাল্টা জবাব দেন।ঘটনাটি দেশে বিদেশে বেশ আলোচিত হয়ে উঠে।
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :