হাবিবুল আঊয়াল এর নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন(ইসি)গঠন করলেন রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ।শনিবার (২৬ শে ফ্রবুয়ারী)মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রণাপন জারী করা হয়॥
সাবেক জৈষ্ঠ সচিব হাবিবুল আঊয়ালকে প্রধান নির্বাচন কমিশন নিয়োগ দেয়া হয়েছে।
অপর চারজন নির্বাচন কমিশনা হল,অবসরপ্রাপ্ত জেলা এবং দাতার জর্জ রাশিদা সুলতানা।ব্রিগেডিয়ার জেনারেল(অব:) আহসান হাবীব খান,সাবেক ও জাষ্ঠ্য সচিব মো: আলমগীর এবং আনিসুর রহমান।আগামী পাঁচ বছরের জন্যে তাদের নিয়োগ দেয় রাষ্ট্রপ্রতি॥
দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আঊয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিব ছিলেন।
আপনার মতামত লিখুন :