[gtranslate]

হাইকোর্টে নতুন নিয়োগ প্রাপ্ত ১১ জন বিচারপতির সাথে নারী বিচারপতি ফাহমিদা কাদের-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ২, ২০২২, ৯:৩৮ পূর্বাহ্ণ / ২১৫
হাইকোর্টে নতুন নিয়োগ প্রাপ্ত ১১ জন বিচারপতির সাথে নারী বিচারপতি ফাহমিদা কাদের-

বিচারপতি ফাহমিদা কাদের

ছবি-সংগৃহীত

মেধাবী ছাত্রী ফাহমিদা কাদের নাটোরের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান।পাকিস্তান আমলে তার নানা হাইকোর্টের বিচারপতি ছিলেন।বাবা আব্দুল কাদের তালুকদার আইন মন্ত্রনালয়ের সচিব ছিলেন।স্বামী মকবুল আহসান টিটো সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসরে আছেন।ঢাকা বিশ্ববিালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বাবার একান্ত অনুপ্রেরনায় আইন নিয়ে পড়াশুনা শেষ করে জুডিশিয়াল পরীক্ষায় ঊত্তির্ন হয়ে বিচারকি কাজ বেছে নেন।

৩২ বছর ধরে দেশের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।সফলতার সিঁড়ি বেয়ে তিনি দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি।হাইকোর্টর বিচার কাজ শুরুর দিন সংবর্ধনার জবাবে বিচারপতি ফাহমিদা কাদের বলেন,আজ সত্যিই স্মরনীয় মুহুর্ত স্মরন করছি আমার বাবাকে।যার একান্ত অনুপ্রেরনা ও ঊত্তসুরি হিসেবে আমি বিচার বিভাগে এসেছি।তিনি বলেন,সকল প্রশংসা মহান আল্লাহর জন্যে।তবুও আজ আমি গর্বিত নিজেকে একজন বিচারপতি হিসেবে পরিচয় দেওয়ার জন্যে।

তিনি আরো বলেন,আইন সম্পর্কে সমাজের প্রতিটি মানুষের নুন্যতম ধারনা থাকা প্রয়োজন ।আইন একটি পেশাগত বিষয় হলেও জীবনে চলার জন্যে আইন জানা দরকার।এটা না জানার কারনে সমাজের অনেক লোক অনেক সমস্যার শিকার হচ্ছে।অনেক টাকাও অপচয় হচ্ছে।আইন বিষয় এমন একটি বিষয় যার শুরু আছে শেষ নাই।এটা মর্যাদাপূর্ণ বিষয়।আইন বিষয়ে পড়াশুনা করে নিজেকে একজন মর্যাদাশীল মানুষ হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ আছে।চাকরি জন্যে পড়া নয়,প্রতিষ্ঠিত হওয়ার জন্যে পড়া।এই ধারনা সবাইকে লালন করতে হবে।এই সুযোগ রয়েছে আইন বিষয়ে।

ঊচ্চ আদালতে বিচার কাজ পরিচালনা করার জন্যে তিনি সবার সহযোগিতা দরকার।তিনি মনে করেন,আইন পেশা নয়,আইন সেবা।ফাহমিদা কাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা থেকে কয়েকটি পংত্তি ঊচ্চারন করেন-

ভীতি- নিষেধের ঊর্ধ্ব স্হির

রহি যেন চির ঊন্নত শির

যাহা চাই যেন জয় করে পাই

গ্রহন না করি দান

হে সর্বশক্তিমান

বিডি টুডে নিঊজ