[gtranslate]

হরিণটানা থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে অস্ত্র ও গু‌লিসহ আটক ১


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৩, ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ / ৬৬
হরিণটানা থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে অস্ত্র ও গু‌লিসহ আটক ১

নিজস্ব প্রতি‌বেদক:
নগরী‌র হরিণটানা থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে অস্ত্র ও গু‌লিসহ একজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ সাতক্ষীরা রোডের কাশেমের চায়ের দোকানের সামনে ‌থে‌কে ১০ ফেব্রুয়া‌রি রা‌তে জয়ন্ত সরকার(১৯) কে গ্না‌রেফতার করা হ‌য়ে‌ছে। সে ব‌রিশা‌লের গৌরনদী এলাকার কানাই লাল সরকারের পুত্র।

হ‌রিণটানা থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, অাসা‌মির কাছ থে‌কে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র অাই‌নে মামলা হ‌য়ে‌ছে।