[gtranslate]

হত্যা মামলার আসামী হালিশহর থেকে আটক-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২২, ১:৫৭ অপরাহ্ণ / ২১১
হত্যা মামলার আসামী হালিশহর থেকে আটক-

আলোচিত জামাল হ্ত্যা মামলার আসামী আব্দুল মাবুদ ওরফে দুলাল(৩৭) নামের এক পলাতক আসামী নগরীর হালিশহর থেকে দুই বছর পর আটক করেছে পুলিশ।

গতকাল মংগলবার ডবংমুরিং থানার পান্না পাড়া থেকে তাকে আটক করা হয়।আটককৃত মাবুদ রংগিপাড়া(মুন্সীপাড়া) জব্বার কন্ট্রাকটারের বাড়ীর মৃত বাবুল হোসেনের ছেলে।বর্তমান ডবলমুরিং থানার দইরা পাড়ার বক্তিয়ারের ভাড়া বাসার বাসিন্দা।

নগর গোয়েন্দা বিভাগের (পশ্চিম)ইনস্পেকটর প্রিটন সরকার গনমাধ্যম কর্মী বলেন,দুই বছর আগে হালিশহর এলাকার বাসিন্দা শেখ জামাল নামের এক ব্যক্তি কুপিয়ে খুন করেন মাবুদ  ওরফে দুলাল।সেই পলাতক আসামী দুলাল গত দুই বছর ধরে পলাতক ছিল।মংগলবার ভোরে অভিযান চালিয়ে দুলালকেও আটক করা হয়।

ছবি- সংগৃহীত