[gtranslate]

হতাশা নেতিবাচক-“অসুস্হ প্রবৃত্তি” “শৃংখলাহীন ঊম্মাদ প্রানীর মত-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ / ১৮৭
হতাশা নেতিবাচক-“অসুস্হ প্রবৃত্তি” “শৃংখলাহীন ঊম্মাদ প্রানীর মত-

মাহাবুবুল আলম মুন্না-          (প্রথম অংশ)                                                   সুখের পিছনে দৌড়ে অসুস্হ প্রবৃত্তি -সম্পন্ন হওয়া থেকে বিরত না থাকলে জীবন শৃংখলহীন ঊম্মাদ প্রানীর মত হবে-

মানুষের জীবন সুন্দর ও স্বার্থক করে তোলা জন্যে সূখ ও দুঃখ দুটোরই প্রয়োজন রয়েছে।তবে সূখ ও দুঃখের সংজ্ঞা একের জনের নিকট একেক রকম হয়।খুব সাধারন জীবন-যাপনের মাঝে সূখ যেমন টেঊ তুলতে পারে তেমনি অট্টালিকার মাঝেও চলতে পারে সুখের খরা।ছোট ছোট দুঃখের আঘাতে নিজের অনুভূতি ,প্রজ্ঞা ও সংযম শক্তি দৃঢ় করে নেওয়ার মাঝে ই জীবন স্বার্থক হতে পারে।টুই-টুম্বর সূখে ডুবে থাকার মাঝে জীবনের কোন স্বার্থকতা নেই।জীবনের স্বার্থকতা বলতে সৎ পথে থেকে সংগ্রাম করে লক্ষ্যে পৌছে যাওয়া।

সে লক্ষ্যে কেবল নিজেকে নিয়ে নয়,পরিবার,আত্নীয় স্বজন,সমাজ ও রাষ্ট্রকে নিয়ে হবে।যেখানে অন্ধকার সেখানে আলোর মশাল নিয়ে হাজির হতে হবে।যারা স্বার্থপর ও যাদের মনে ঘৃনা ছাড়া ভালবাসার অস্তিত্ব নাই,তারা জীবনের অর্থ কি তা বোঝার চেষ্টা করবে না।তারা তাদেরকে চিনে,অন্য লোকের কান্না এদের নিকট মূল্যহীন,অন্য লোকের সৃষ্টির সংগ্রামও এদের নিকট অর্থহীন।এরাই সূখের জন্যে ঊম্মাদ হয়ে পড়ে।এদের মধ্যে একটি শ্রেনী সন্ত্রাসী ও মাদকাসিক্ত হয়ে পড়ে,অন্য পক্ষটি হয় কৌশলী ,স্বার্থপর ,প্রতিহিংসা পরায়ন  ও দূর্নীতিবাজ।এরা নিজ স্বার্থকে রক্ষায় দেশ ছাড়ে।সন্তান-সন্তুতি ব্যতীত সবাইকে মনে করে শত্রু।অর্থ বিত্তের লোভে এরা বিভোর থাকে।

চলবে-

 

বিডি টুডে নিঊজ এর সাথে থাকুন