[gtranslate]

হজ্ব ও ওমরা পালনকারীদের সূবিধার্থে মক্কায় বসানো হয়েছে ৮২ ভাষায় ডিজিটাল স্কীন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২২, ৪:১৯ পূর্বাহ্ণ / ১৯৬
হজ্ব ও ওমরা পালনকারীদের সূবিধার্থে মক্কায় বসানো হয়েছে ৮২ ভাষায় ডিজিটাল স্কীন-

চলতি বছর হজ্ব ও ওমরা পালনকারীদের গাইড করার সূবিধার্থে বিশেষ ব্যবস্হা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।কাবা শরীফ ও এর আশেপাশে বসানো বিশেষ ডিজিটাল স্কীন,যেখানে ৮২ ভাষায় মুসল্লীদের অনবরত তথ্য সরবরাহ করবে।বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লীরা এখন থেকে এই ডিজিটাল স্কীনের মাধ্যমে নিজ ভাষাতেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবে।কাবা শরীফ ও এর বাইরে বসানো এসব ডিজিটাল স্কীন দিনরাত ২৪ ঘন্টা মুসল্লীদের জন্যে তথ্য,নির্দেশনা ও সাংকেতিক চিহ্ন প্রচার করবে।

এসবের মাধ্যমে মুসল্লীরা অতি সহজে তাদের পরবর্তী করনীয় ঠিক করে নিতে পারবে।এমন কি ডিজিটাল পর্দায় দেখা যাবে মুসল্লীরা এখন কোথায় অবস্হান করছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে।মসজিদুল হারামের বিভিন্নপূর্ন অংশও তুলে ধরা হবে সেই পর্দায়।এছাড়া মসজিদুল হারামে আগত লাখ লাখ মানুষ পর্দায় শুনতে ও দেখতে পাবে হাদিসের অংশ,নামাজ আদায়ের দৃশ্য ও পঠিত সূরা।স্কীন গুলোতে হজ্বের বিভিন্ন আহকাম দেখানো হবে।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/