ছবি- সংগৃহীত
এ বছরের হজ্বে মাহরাম আইন কঠোর ভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)সূত্রে এ কথা জানা গেছে।
হজ্ব করতে যাওয়া ৪৫,বছরের নীচে নারীদের একজন পুরুষ অভিবাবক থাকা বাধ্যতামূলেক করা হয়েছে এ আইনে।
জিএ সিএর জারি করা নতুন আইন অনুসারে ,যদি এ বয়সী কোন নারী তাদের হজ্ব ভিসায় ঊল্লেখ করা মাহরাম ছাড়া কোনো ফ্লাইটে সৌদি আরবে চলে আসে তবে তাকে সেই ফ্লাইটে ফেরত পাঠানো হবে।
তাদের বহনকারী বিমান কর্তৃপক্ষ তাদের খরচ বহন করতে বাধ্য থাকবে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারলাইন্স গুলোকে কঠোর ভাবে ুহুশিয়ার করে দিয়েছে যেন হজ্ব পালনকারীদের সৌদি আরবে আনার ব্যপারে নিয়ম কানুন গুলো সঠিকভাবেই পালন করা হয়।অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে।
সূত্র-জিও নিঊজ
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :