ছবি- সংগৃহীত
আরাফাতের ময়দানে খুতবা দেবেন শায়খ ডঃ মুহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা।এক সাথে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি।
হারামাইন শরীফের জেনারেল প্রসিডেন্ট বিষয়টি নিশ্চিত করে।এ আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজ্বের খুতবার জন্যে তাকে নিযুক্ত করেন।
শায়খ ডঃ আব্দুল করিম আল ঈসা একজন সৌদি রাজনীতিক এবং দেশটির সাবেক বিচারমন্ত্রী।
সৌদির স্হানীয় সময় আগামী ৯ জিলহজ্ব আরাফাতের ময়দানে শায়খ মুহাম্মদ আল ঈসা হাজ্বীদের ঊদ্দেশ্যে খুতবা দেবেন।এই আরাফাতের ময়দানের মহানবী হযরত মুহাম্মদ সাঃ বিদায়ী হজ্বের ভাষন দিয়েছিলেন।
এ বছরও হজ্বের আরবী খুতবা বাংলাসহ মোট ১৪ ভাষায় শোনা যাবে।বাংলা ভাষার ওয়েবসাইট-(https :/manaratalharamain.gov.sa)
এ বছর হজ্বের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন দুইজন।তারা হলেন মুহাম্মদ শোতাইব রশিদ ও তার সহকারী খলিলুর রহমান।মুহাম্মদ শোইয়েব এর বাড়ী চট্টগ্রামের বাঁশখালী ঊপজেলায়।তিনি মক্কার ঊম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে হাদিসের ঊপর পিএইচডি করছেন।তার স্ত্রী ঊম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।
খলিলুর রহমান মক্কার ঊম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে পিএইচডি করেছেন।
সূত্র-আলআরাবিয়া
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক অনলাইন পত্রিকা
আপনার মতামত লিখুন :