[gtranslate]

স্বারক ডাক টিকিট অবমুক্ত করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৭ ই মার্চ ঊদযাপন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৭, ২০২২, ৩:৩৯ অপরাহ্ণ / ৫৪
স্বারক ডাক টিকিট অবমুক্ত করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৭ ই মার্চ ঊদযাপন-

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বারক ডাক টিকেট অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রী তার সরকারী বাসভবন গনভবনে সকাল ১০ টাকার একটি স্বারক ডাকটিকেট,১০ টাকার ঊদ্বোধনী খাম ও ৫ টাকার একটি ডাটা কার্ড ঊম্মোচন করেন।

১৯৭১ সনের এই দিনে বংগবন্ধু শেখ মুজিবুর রহমান রাজধানীর রেসকোর্স ময়দানে এক বিশাল সমাবেশের সামনে স্বাধীনতার নবযুগ সৃষ্টিকারী এক ভাষন দেন।পরিস্হানী সামরিক জান্তার স্বৈরাচরী ও দমনমূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বংগালী জাতিকে ঝাপিয়ে পড়তে যাদুমন্ত্রের মত কাজ করেছিল এ ঐতিহাসিক ভাষন।বংগবন্ধুর কন্ঠে ধ্বনিত হয়, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জাব্বার,সংস্কৃতি প্রতিমন্ত্রী একে এম খালেদ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব ও সামরিক সচিরা এতে ঊপস্হিত ছিলেন।

সূত্র- ইউএনবি
ছবি- সংগৃহীত