[gtranslate]

স্বামীর নামাজ দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহন করলেন জাপানিজ নারী-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ / ১৫৪
স্বামীর নামাজ দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহন করলেন জাপানিজ নারী-

ছবি-সংগৃহীত

ইসলাম গ্রহন করেছেন চিসাতো তুর্কমেন (৩২) নামে এক জাপানিজ তরুনী।তুর্কি স্বামীর নামাজ ও অন্যান্যে ইবাদত দেখে আকৃষ্ট হয়ে ইসলামে প্রবেশ করলেন তিনি।

বৃস্প্রতিবার তুরুস্কের কোতাহিয়া প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহন করেন চিসাতো তুর্কমেন।এসময় তার স্বামীও ঊপস্হিত ছিলেন।

চিসাতো তুর্কমেন জানান,তিনি তার নতুন নাম রাখেন,”জিনান”।ইসলাম গ্রহনের পর তাকে জাপানিজ ভাষায় অনুদিত একটি কুরানুল মজিদ ঊপহার দেওয়া হয়।

সূত্র-আনাদুলো এজেন্সী