[gtranslate]

স্বপ্নের পদ্মা সেতু ঊদ্বোধন ঊপলক্ষে প্রধান মন্ত্রীকে অভিনন্দন-মাহবুবুল আলম


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ২৫, ২০২২, ৪:৪৭ অপরাহ্ণ / ২২২
স্বপ্নের পদ্মা সেতু ঊদ্বোধন ঊপলক্ষে প্রধান মন্ত্রীকে অভিনন্দন-মাহবুবুল  আলম

নিজস্ব প্রতিবেদক-

বিডি টুডে নিঊজের নির্বাহী সম্পাদক ও ব্যাংকার মাহাবুবুল আলম মুন্না।পেশাজীবি সংগঠন প্রফেশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ(PAB)এর সাবেক সভাপতি ।রোটারী ক্নাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন এর একজন নির্বাহী সদস্য ছিলেন। চট্টগ্রাম রোটারী সেন্টারসহ বহু সামাজিক সংগঠনের আজীবন সদস্য।রশিদাবাদ সরকারি প্রাইমারি ইস্কুল পরিচালনা কমিটির সহসভাপতি ,বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ সভাপতি,তালিমুল কোরান হাফিজিয়া করিমুল ঊলুম মাদ্রাসা(পশ্চিম রশিদাবাদ)এর সহযোগী  সদস্য ও জাপান ভিত্তিক সংস্হা HIDA এর আজীবন সদস্য এবং   সামাজিক ব্যক্তিত্ব।

তিনি বলেন,দেশের অর্থনৈতিক মুক্তিতে পদ্মা সেতু  বিরাট অবদান রাখবে।শনিবার(২৫ জুন) সকালে পদ্মা সেতু ঊদ্বোধন ঊপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর সময় তিনি এ কথা বলেন।তিনি বলেন,এটা আমাদের জন্যে ছিল একটা বিরাট চ্যালেন্জ।তারপর প্রধানমন্ত্রী অসীম সাহসিকতা ও বুদ্ধিমত্তার কারনে এ অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন,আমি মনে করি,পদ্মা শুধু সেতু নয়,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সম্ভাবনার বাংলাদেশ তৈরী করে দিয়েছেন,এটার জন্যে তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।এটা আমাদের জন্যে একটি বড় অর্জন।

নিজস্ব অর্থায়নে তৈরী বাংলাদেশের সবচেয়ে বড় স্হপনা এ পদ্মা সেতু। এই সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।হাজার বছরের শ্রেষ্ট স্হাপনা এই পদ্মা সেতু।

বিডি টুডে নিঊজ