ছবি- সংগৃহীত
জর্ডানের যুবরাজ (ক্রঊন প্রিন্স) হুসেইন বিন আবদুল্লাহ সৌদি তরুনী রাজওয়া খালেদের হাতে আংটি পরিয়ে দেন।জর্ডানের রাজকীয় আদালত বুধবার এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের রিয়াদে কনের বাবার বাড়িতে আংটি পরানো অনুষ্ঠান সম্পন্ন হয়।এ সময় জর্ডানে বাদশা দ্বিতীয় আবদুল্লাহ ,রাজ পরিবারের সদস্য প্রিন্স হাসান বিন তালাল,প্রিন্স হাসেম বিন আবদুল্লাহ ,প্রিন্স আলী বিন হুসেইন,প্রিন্স গাজী বিন মুহাম্মদ এবং প্রিন্স রশিদ বিন হাসান ঊপস্হিত ছিলেন।
কনে রাজওয়া আল সাইফ ১৯৯৪ সালে ২৮ শে এপ্রিল রিয়াদে জম্ম গ্রহন করেন।নিঊয়র্কের সিরাকিঊজ ইউনিভার্সিটির কলেজ অব আর্কিটেকচারে পড়ার আগে তিনি সৌদি আরবের ঊচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন।
সূত্র-আরব নিঊজ
আপনার মতামত লিখুন :