ছবি-সংগৃহীত
একটি ফরাসি চেইন রেঁস্তোরার জেদ্দা শাখা “বাগাটেলা জেদ্দা”গত সপ্তাহে ও চলতি সপ্তাহের শেষের দিকে হিজাব পরা নারীদের সেখানে প্রবেশের বাঁধা দিয়েছে জানা যায়।এমনকি সৌদি নারীদের পরা ঢিলে ঢালা পোষাকেরও তারা অনুমোদন দেয়নি।
ঐতিহ্যগত ভাবে সৌদি পুরুষের পরা লম্বা আলখল্লাও নিষিদ্ধ করেছে রেস্তোরাটি।সৌদি নাগরিকরা এটার তীব্র নিন্দা জানিয়েছে।জেদ্দার সরকারি আইন কর্মকর্তা রেস্তোরাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র- মিডল ইষ্ট মনিটর
আপনার মতামত লিখুন :