সদ্য যোগদানকৃত সিইসি কাজী হাবিবুল আঊয়াল বলেছেন,শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বানী এখনো করা যাবে না।আমরা একটা কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি।আমাদের আরো সময়ের প্রয়োজন।আরেকটু সময় গড়ানোর পর আমরা এ ব্যাপারে জানাবো।
রোববার দুপুর ১২ টায় গোপালগন্জের টুংগিপাড়ায় বংগবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সিইসি বলেন,আমি এবং আমার বন্ধুরা সমাধিস্হল আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যেবান মনে করছি।আমি যাকে চোখে দেখেনি তিনি এখানে শায়িত।এই মানুষটির নেত্বেত বংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে॥
টুংগিপাড়ায় পৌছে বংগবন্ধুর সমাধিতে তিনি পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান।বংগবন্ধু ও পরিবারেরে শহীদদের রুহে মাগফেরাত কামনায় সূরা ফাতেহা পাঠ করে মুনাজাতে অংশ নেন।
এসময় নব নিযুক্ত নির্বাচন কমিশনার মো আহসান হাবিব খান,বেগম রাশেদা সুলতানা,মো আলমগীর ও আনিসুর রহমান সহ সচিবালয়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
ছবি- সংগৃহিত
আপনার মতামত লিখুন :