[gtranslate]

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামীলিগ কর্মীদের তোপের মূখে মসিঊজ্জামানের পদত্যাগ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২০, ২০২২, ৯:০৫ পূর্বাহ্ণ / ২৩৭
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামীলিগ কর্মীদের তোপের মূখে মসিঊজ্জামানের পদত্যাগ-

সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনের ফল আনুষ্ঠানিক ঘোষনা না করেই পতত্যাগ করেছেন নির্বাচন পরিচালনায় গঠিত  উপকমিটির জৈষ্ঠ্য আইনজীবি এওয়াই মসিঊজ্জামান।মসিঊজ্জামান সাংবাদিদেরকে বলেছেন,আওয়ামিলীগ সুপ্রিম কোর্ট নেতাদের সামনে তাদের কর্মীরা আমাকে ঘেরাও করে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।

তিনি আরো বলেন,নেতারা তার কোন প্রতিবাদ করেনি।এটাই আমার দু:খ।আমার জীবনে এরকম নোংরামি কখনো দেখেনি।এ ই কারনে আমি পদত্যাগ করি।

ঘটনার বিবরনে জানা যায় যে,বৃহস্প্রতিবার রাত বারটা দিকে সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনের ভোট গননা শেষ হয়।গননা শেষে দেখা যায়,সভপতিসহ ছয়টি পদে আওয়ামিলীগ সমর্থিত সাদা প্যানেল এবং সম্পাদকসহ আটটি বিএনপি সমর্থিত নীল প্যানেল এগিয়ে আছে।সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল আওয়ামিলীগ প্রার্থীর চেয়ে সামান্য ভোটে এগিয়ে বিজয়ের পথে ছিলেন।এ অবস্হায় নির্বাচন কমিশন ভোট গননার প্রস্তুতি নিলে সম্পাদক পদে পুনরায় ভোট গননার দাবী তোলেন আওয়ামিলীগ পন্হী আইনজীবিরা।তারা সম্পাদক পদে ভোট কারচুপির অভিযোগ আনে।

নির্বাচন কমিশনের প্রধান জৈষ্ঠ্য আইনজীবি এ ওয়াই মসিউজ্জামান অভিযোগ নাকচ করে ভোটের ফলাফল ঘোষনার জন্যে অনড় ছিলেন।তা নিয়ে আওয়ামিলীগ ও বিএনপি পন্হী আইনজীবি মাঝে হট্টগোল শুরু হয়।আওয়ামিলীগের সম্পাদক প্রার্থী আবদুর নুর দুলাল লিখিতভাব্ পনরায় ভোট গননার আবেদন করেন।আবেদন গ্রহন না করলে মসিঊজ্জামানকে পতত্যাগ করার জন্যে বলেন আওয়ামিলীগ পন্হী আইনজীবিরা ।পতত্যগের দাবিতে তারা শ্লোগান দিতে থাকে।প্রধান জৈষ্ঠ্য নির্বাচন কমিশনার ভোটের ফলাফল ঘোষনা স্হগিত করেন।

নির্বাচনী সাব কমিটির একাধিক সদস্য বলেন,সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে আওয়ামিলীগ পন্হী আইনজীবি সাদা প্যানেল এবং সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল এগিয়ে আছে।