[gtranslate]

সুন্দরী কুলসুম পুলিশের হাতে আটক-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ / ২৫৭
সুন্দরী কুলসুম পুলিশের হাতে আটক-

ছবি- সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন এলাকার টংগী পূর্ব থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক হয়েছেন মাদক কারবারি কুলসুম(২৯)।শুক্রবার রাতে টংগীর প্রধান স্পট নোয়াগাও কেরানিরটেক বস্তি থেকে ৯০০ শ ৩০ পুরিয়া বিরোইনসহ আটক করা হয়।

টংগী পুর্ব থানা পুলিশ জানায়,মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় টংগীর কুখ্যাত সুন্দরী মাদক কারবারি কুলসুম এর আস্তানা ঘেরাও করা হয়।অভিযানকালে পুলিশের ঊপস্হিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা(ওসি) জাবেদ মাসুদ কুলসুমের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,হিরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।

বিডি টুডে নিঊজ ডেস্ক-