মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গনমাধ্যম ওয়াশিনটন পোষ্টের প্রতিবেদন অনুসারে বিশ্বের দুজন রাষ্ট্রনায়কের পক্ষে কেবল পুতিনকে বুঝানো সম্ভব। এদের মধ্যে একজন হলেন,তুর্কী প্রেসিডেন্ট এরদোগান এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।এই দুইজন নেতাকে পুতিন বিশ্বাস করেন বলে দাবী করেন ওয়াশিনটন পোষ্ট।
মংগলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
এই দুই নেতার মধ্যস্হতায় আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধানযোগ্য।এবং ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ বন্ধ হতে পারে।যদিও বা তুর্কী ন্যাটোর সদস্য এবং ইসরাইল যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র।
রোববার তুর্কী প্রেসিডেন্ট এরদোগান এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ বন্ধের আহবান জানান।এবং পাশাপাশি ইউক্রেনে মানবিক সংকট নিরসনে করিডোর খোলা এবং শান্তি চুক্তির আহবান জানান।ইউক্রেন সংকট নিরসনকল্পে তুর্কী একটি কুটনীতিক সম্মেলনের আয়োজন করেছে।এ জনপ্রিয় রাষ্ট্রনায়ক সফল হলে ইউক্রেন যুদ্ধ থামবে।
সূত্র-ইয়েনি শাফাক
ছবি- সংগৃহীত
আপনার মতামত লিখুন :