ডাক্তার আর ইন্জিনিয়ার মত একটি সেলপ পেশায় ক্যারিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি বিষয়””ল’য়ার”।অর্থাৎ ডাক্তার,ইন্জিনিয়ার ও ল’য়ার এ তিনটি হলো সেলপ পেশা।চাকরি না করেও একজন ঊদ্যোক্তার হওয়ার সুযোগ একমাত্র এ তিন শিক্ষার্থীদের।নিজে নিজে স্বাবলম্বী হওয়া যায়।আইন বিষয়ের ঊপর লেখাপড়া করে আইনজীবি হওয়ার পাশাপাশি “জর্জ”হওয়ার একটা দারুন সুযোগ।”সহকারী জর্জ” পদের পরীক্ষা একমাত্র আইন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারে।
“চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি(সিআইউ)তে অনুষ্ঠিত“গ্র্যাজুয়েশন সিরেমনি এন্ড ল “ ফেষ্ট উৎসবে আগামী দিনের আইনজীবীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
বৃহস্প্রতিবার (২৩ জুন)নগরীর আগ্রাবাদে হোটেলের হলরুমে সিআইউর ইস্কুল অব ল নতুন ও পুরাতন সব শিক্ষার্থীদের জন্যে এঊৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপচার্য ডঃ মাহফুজুল হক চৌং বলেন,পৃথিবী এগিয়ে যাচ্ছে। তার সাথে দিন দিন বিস্তৃত আইন বিষয়ের পরিধি।জীবনের প্রতিটি ধাপে রয়েছে এই বিষয়ের ভূমিকা।
চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ এইচ এম জিয়াঊদ্দিন বলেন,একজন আইনজীবিকে মানুষের জন্যে কাজ করার পাশাপাশি গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
এতে আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী পাবলিক প্রসিকিঊটর মোহাম্মদ সালামত ঊল্লাহ,আইনজীবি মাহফুজা আজিজ,আবু দাঊদ ও জারিন তাসনিম ও বর্তমান শিক্ষার্থী রাহমিন মাহবুব রাশমিতা প্রমূখ।
অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় ছিল লংকাবাংলা ফিন্যান্স,ইস্টার্ন রিফাইনারি লিঃ এবং রিলায়েন্স সিকিঊরিটিজ।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :