[gtranslate]

সাবেক বলিউড অভিনেত্রী সানা খান এর ওমরাহ পালন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২২, ১:২০ পূর্বাহ্ণ / ২৫৫
সাবেক বলিউড অভিনেত্রী সানা খান এর ওমরাহ পালন-

ছবি- ইনস্টাগ্রাম

ইসলামী জীবন যাপন অনুসরনের জন্যে বলিঊডকে বিদায় জানানো সাবেক চৌকস অভিনেত্রী সানা সম্প্রতি সময়ে ওমরাহ আদায় করেছেন।স্বামী মুফতি আনাসকে নিয়ে ওমরাহ পালন করেন তিনি।

মংগলবার ইনস্টাগ্রামে স্বামীর সাথে কাবা শরীফের সামনে দাঁড়ানো একটি স্হির চিত্র শেয়ার করে সানা খান নিজেই এই সুসংবাদ দেন।তাদের দুজনকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।

ছবির ক্যাপসনে তিনি লিখেন,আল্লাহর সাহায্যে আমরা ওমরাহ আদায় করলাম।আল্লাহ সবার ওমরাহ ও ইবাদত কবুল করেন।

সানা খান আরো লিখেন,আল্লাহ ঐ সব লোকদের জন্যে হারামের দরজা ঊম্মুক্ত করে দেন,যারা এখনো পর্যন্ত ওমরাহ পালনে আসেনি।

সানা খান ২০২০ সালে গুজরাটের মুফতি আনাসকে বিয়ে করেন।সানা খান বিগবস-৬ এ খ্যাতি পান।পরে একাধিক সিনেমায় অভিনয় করে প্রসিদ্ধ হন।কিন্তু বিয়ের আগে ইসলামী জীবন অনুসরনের জন্যে শোবিজ দুনিয়াকে বিদায় জানান তিনি।

সূত্র-ডেইলি জং
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/