পাঁচ মেয়ের বাব হয়ে নিজেকে গর্বিত ভাবেন সাবেক পাক ক্রিকেটার অধিনায়ক শহীদ খান আফ্রিদি।আফ্রিদি বলেন,আমি পাঁচটি দুর্দান্ত মেয়ের বাব হয়ে বলতে পারি,নারী মাঝ পৃথিবী বদলে দেওয়ার সামর্থ্য আছে।
মংগলবার নারী দিবস উপলক্ষে টুইটারে তিনি এসব কথা বলেন।ঐ টুইটে পাঁচ মেয়ে ও স্ত্রী ছবি শেয়ার করে আফ্রিদি।
তাতে নারী ঊদ্দেশ্যে তিনি বলেন,“ তুমি মহাবিশ্বকে জীবন্ত আরো রঙ্গিন এবং অনুপ্রনামূলক করে তুলতে পারো।”
সাবেক এই ক্রিকেটার নারী দিবসে নারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন,আসুন,আমরা প্রতিদিন নারী দিবস পালন করি এবং তাদের সহযোগীতা করি।
আজকের যুগে পরিলক্ষিত হচ্ছে,নারীরাই এখন নারীদের প্রধান শত্রু।আজ বড় পরিবার গুলো অধিকাংশ ভেংগে যাচ্ছে এ কারনেই।এ সমস্যা থেকে যদি নারীরা বের হতে না পারে,ভবিষ্যতে এই সংকট আরো ঘনিভূত হবে।এ সংকট মোকাবেলায় নারীদেরকে নারীর প্রতি আরো ঊদার হতে হবে।
সূত্র-জিও নিঊজ
ছবি- সংগৃহীত
আপনার মতামত লিখুন :