বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমিখসরু মাহমুদ চৌং বলেছেন,সাংবিধানিক অধিকার এবং অংশগ্রহনমূলক নির্বাচনের পক্ষ যারা আছেন,আমরা তাদের সাথ কাজ করবো।আগামী নির্বাচনের জন্যে একতাবদ্ধ থাকাই আমাদের মূল কাজ।
শনিবার(১৯শে মার্চ)বিএনপির দুই নেতা খন্দকার দেলোয়ার হোসেন এবং ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর মৃত্যুবাষিকী ঊপলক্ষে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত শোকসভা ও দোআ মাহফিলে এসব কথা বলেন।
আমির খসরু বলেন,এখানে দ্বিমত হওয়ার সুযোগ নাই।কিন্তু অন্য বিষয়ে আমাদের আমাদের দ্বিমত থাকে।এসরকারের পতনের ব্যাপারে যাদের দ্বিমত নাই,তাদের সাথে কাজ করতে আমাদের সমস্যাও নাই।আমরা এক সাথে করতে পারি।যার যার অবস্হান থেকেও করতে পারি।কিন্তু আমাদের লক্ষযমাত্রাতো একটাই।
বিএনপির আরেক জৈষ্ঠ্য নেতা নির্বাচন প্রসংগে বলেন, নির্বাচন থাকলেতো অংশগ্রহনের প্রশ্ন আসবে।যেখানে নির্বাচন নাই দেশে,সেখানে অংশগ্রহনের প্রশ্ন কিসের?তাহলে বিএনপি কি নির্বাচনে অংগ্হন করবে কি করবে না ,তা নিয়ে প্রশ্ন করার প্রয়োজনও নাই।
যদি নির্বাচন হয়,তা হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে॥সুতরাং বিষয়টি পরিস্কার।অতএব,এ প্রশ্ন যাতে আর কেউ না করেন।বলেন তিনি।
শোক সভায় স্বাধীনতা আন্দোলনের সভাপতি ড মসিঊজ্জামান মনিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যন শামসুজ্জামান দুদু।
আপনার মতামত লিখুন :