আলজাজিরা টিভি সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত না করার ইসরাইলি সিদ্ধান্তের সমালোচনা করেছে ফিলিস্হানের স্বশান কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রনালয়।
এক বিবৃতিতে বলেছে ,দখলদার ইসরাইল এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত না করে নতুন আরেক এক অপরাধে জড়িয়ে পড়েছে।ইংহুদীবাদিরা হত্যাকাণ্ডের বিষয়ে অসংখ্য সাক্ষ্য প্রমান এবং ময়না তদন্ত রিপোর্টকে অস্বীকার করেছে।
ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছেন,এই হত্যাকাণ্ড তদন্ত ওবিচারের কোন পরিকল্পনা ইসরাইলের নাই।
সূত্র-পার্সটুডে
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :