[gtranslate]

সরকারী চাকরিতে দাড়ি রাখা বাধ্যতামূলেক করল-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ / ২১৫
সরকারী চাকরিতে দাড়ি রাখা বাধ্যতামূলেক করল-

ছবি- সংগৃহীত

দাড়ি না রাখলে ,টুপি না পরলে সরকারি চাকরি চলে যেতে পারে।আফগানিস্তানের সরকারি কর্মীদের ঊপর এমন আদেশ দিয়েছে তালেবান সরকার।তারা বলেন,কোন মুসলমান দাবীদার এই আইনের বিরোধিতা করতে পারে না।কারন এটাই শরীয়া।

তালেবান সরকার আরো বলেন,একটি কল্যানকর পৃথিবী উপহার দেয়ার জন্যে শরীয়া আইনের কোন বিকল্প নাই।এটা চাপিয়ে দেয়ার বিষয় নয়,এটা শরীয়ার বিষয়।নিরাপত্তাজনিত কারনে তারা নাম প্রকাশে অনিচ্ছুক।খবর বিডিনিঊজের-

সূত্র আরো জানায়,আফগানিস্তান এর পূন্যের প্রচার ও পাপের প্রতিরোধ মন্ত্রনালয় এর প্রতিনিধিরা দেশটির সব সরকারী দপ্তরের প্রধান ফটকে পাহারা দিয়েছে।এবং নজর রেখেছে কর্মীরা  এ নিয়ম অনুসরন করছে কিনা।নতুন নিয়মে কর্মীদের দাড়ি না কামাতে,ঢিলেঢালাভাবে আফগান কোর্তা পরতে,পায়জামা পরতে এবং মাথায় টুপি বা পাগড়ী পরার নির্দেশ দিয়েছে।দপ্তরগুলো কর্মীদের যথাসময়ে নামাজ আদায় করারও নির্দেশ দিয়েছে।এসব বিষয়ে কোন ধরনের শৈথিলতা দেখানো হবে না বলে,হুশিয়ারি দিয়েছে তালেবান সরকার।

বিডি টুডে নিউজ ডেস্ক-