[gtranslate]

সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান- রাষ্ট্রপ্রতির


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৬, ২০২২, ১১:৪৬ অপরাহ্ণ / ৬৩
সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান- রাষ্ট্রপ্রতির

রাষ্ট্রপ্রতি মো আব্দুল হামিদ জনগনের অর্থ যাতে জনসার্থে ব্যবহার হয় তা নিশ্চিত করার জন্যে সকলের প্রতি আহবান জানান।
রোববার সন্ধ্যায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো মুসলিম ঊদ্দিন চৌং(সিএজি)বংগভবন্ রাষ্ট্রপ্রতি মো আব্দুল হামিদের নিকট বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট শেপ করলে তিনি এ আহবান জানান।

রাষ্ট্রপ্রতি বলেন,সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ আ্যক্রেডিটেশন কাউন্সেলরের চেয়ারম্যান ড মেজবাহ ঊদ্দিন আহমেদ এর নেত্বেতে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপ্রতির নিকট প্রথম বার্ষিক প্রতিবেদন পেশ করেন এবং কাউন্সিলের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপ্রতিকে অবহিত করেন।

শিক্ষা এবং গবেষনায় আ্যাক্রেডিটেশন কাউন্সিলকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন।
ছবি- সংগৃহীত