আগামী বছর জুন পর্যন্ত বিদ্যুৎ ও জ্ালানী ব্যবহারে ব্যাংকগুলোকে সশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ।আজ মংগলবার এ নির্দেশন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে ব্যাংক গুলোকে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পেট্রোল ,ডিজেল,অকটেন,গ্যাস ও লুব্রিকেন্ট বাবদ বরাদ্ধ করা অর্থের ১০ শতাংশ খরচ কমাতে হবে।আর আগামী বছরের ১ ম ছয় মাস (জানুয়ারী- জুন)আরো কমাতে হবে ১০ শতাংশ খরচ তাতে জ্বালানি বাবদ আগামী বংছর্ ব্যাংক গুলোকে ২০ শতাংশ খরচ কমাতে হবে।
একইভাবে বিদ্যুৎ খরচেও সাশ্রয়ে হতে হবে।আগামী এক বছরে প্রতিটি ব্যাংকে এ খাতে খরচ ২৫ শতাংশ কমিয়ে আনতে হবে।জ্বালানি ও বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যাংকগুলো যে অর্থ সাশ্রয় হবে ,তা অন্য কোন খাতে ব্যবহার করা যাবে না বলেও নির্দেশনায় জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আপনার মতামত লিখুন :