[gtranslate]

সবচেয়ে বড় জুলুম হলো মসজিদে আল্লাহ নাম নিতে বাঁধা দেয়া-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ২১, ২০২২, ১০:৩২ পূর্বাহ্ণ / ১১৫
সবচেয়ে বড় জুলুম হলো মসজিদে আল্লাহ নাম নিতে বাঁধা দেয়া-

মাহাবুবুল আলম মুন্না

মহান আল্লাহ বলেন,”আর তার চেয়ে অধিক জালেম কে?যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরন করা থেকে বাঁধা প্রদান করে এবং বিরান করতে চেষ্টা করে।তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা।তাদের জন্যে দুনিয়ায় রয়েছে লান্চনা আর আখিরাতে তাদের জন্যে রয়েছে মহা আযাব।”(সূরা বাকার-২ঃ১১৪)

আবু হুরাইরা রাঃ থেকে বর্নিত,তিনি বলেন,নবী সাঃ বলেছেন,”তোমর প্রান যার হাতে,সে সত্তার কসম করে বলছি! অবশ্যই মানুষের মাঝে এমন এমন একটি যুগ আসবে(যুলুমের মাত্রা এত বেশী হবে)যখন হত্যাকারী জানবে না সে কি জন্যে হত্যা করল আর নিহিত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হলো।”(সহীহ মুসলিম-৪/২৯০৮)

বিডি টুডে নিংঊজ

একটি ইসলামিক অনলাইন পত্রিকা

(সংবাদ শিরোনাম নীচে বটম লাইন দেখুন)