ছবি- সংগৃহীত
মহাসড়ক থেকে ইজিবাইক অপসানের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এ বিষয়ে হাইকোর্টের আদেশ সংশোধন করে সোমবার প্রধান বিচারপ্রতি হাসান ফয়েজ সিদ্দিীকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেন্চ এই নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিষ্টার তানিয়া আমির ও মনিরুজ্জামান আসাদ।
এর আগে ১৫ ই ডিসেম্বর বাঘ ইকো মোটর্স এর সভাপতি কাজী জসিমুল ইসলামের করা এক রীট আবেদনের শুনানিতে অবৈধ ইজিবাইক চিন্চিত ও সড়ক থেকে অপসানের নির্দেশ দেন হাইকোর্ট।
এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ ইলেক্ট্রেক থ্রি হুইলার ম্যানুফ্যাকচারিং এবং মার্চেন্ট এসোশিয়েশন এর সভাপতি ও সাধারন সম্পাদকসহ আটজন।গতকাল তাদের আবেদন শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশের সড়ক শব্দটি সংশোধন করে মহাসড়ক যুক্ত করেন।পাশাপাশি দ্রুততার সাথে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়।
সূত্র-ইউএনবি
বিডি টুডে নিউজ
আপনার মতামত লিখুন :