[gtranslate]

সংবিধান প্রনীত হয়েছে শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের সমন্বয়ে-বিচারপ্রতি ওবায়দুল হাসান


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ / ২২৭
সংবিধান প্রনীত হয়েছে শহীদদের প্রতিটি ফোঁটা  রক্তের  সমন্বয়ে-বিচারপ্রতি ওবায়দুল হাসান

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপ্রতি ওবায়দুল হাসান বলেছেন,স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রনীত হয়েছে,শহীদদের প্রতিটি ফোটা রক্তের সমন্বয়ে।স্বাধীনতা অর্জনের পরপরই সংবিধান প্রনয়নের প্রক্রিয়া শুরু হয়ে যায়।তবে আমরা সংবিধান প্রনয়নের প্রতিটি প্রক্রিয়া,প্রসিডিঊর এবং আর্কাইভ যথাযথভাবে সংরক্ষন করতে পারেনি।প্রতিবেশী রাষ্ট্রসমূহের সংবিধান ও বিচার ব্যবস্হার ঊদাহরন দিয়ে বলেন,ভারতে সংবিধান দিবস পালন করা হয়।তারা জনকের জন্মদিনে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এক ঘন্টা করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।আমাদের অনেক ঊচ্চপর্যায়ের মানুষেরও সাংবিধানিকে জ্ঞানের অভাব রয়েছে।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ও একে খান ফাউন্ডেশনের যৌথ ঊদ্যেগে আয়োজিত “ বাংলাদেশের সংবিধান সংশোধন ও বিকাশ” শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল প্রবন্ধ ঊপস্হাপকের বক্তব্যে এসব কথা বলেন।গতকাল বৃহস্পতিবার বেলা বারটায় চবি আইন অনুষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।বিচারপ্রতি ওবায়দুল হাসান বলেন,সর্বমোট ১৫ টি সংশোধনীর মাধ্যমে সংবিধানকে ঊপযোগী করার চেষ্টা চলছে।তবে সব সংশোধনী ভাল ঊদ্দেশ্যে করা হয়নি।নিজেদের সুবিধার্থে ও নিজেদের শাসনকে পাকাপোক্ত করার জন্যে ব্যবহার করেছে।অনুষ্ঠানের সভাপ্রতিত্ত্ব করেন উপাচার্য প্রফেসর ড শিরিন আক্তার।অন্যান্যে মাঝে উপস্হিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান একে খান ফাঊন্ডেশনের ঊপদেষ্টা ড আবদুল মজিদ এবং একে খান ফান্ডেশনের ট্রষ্টি একে জিয়া ঊদ্দিন খান প্রমূখ।

বিডি টুডে নিঊজ ডেস্ক-