শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল।ছবি- সংগৃহীত
কারবালার হ্রদয় বিদারক ঘটনার স্মরনে চট্টগ্রামের রাজপথে শোক মিছিল বের শিয়া সম্প্রদায়।শত শত নারী পুরুষসহ শিশু কিশোররা কালো পোষাক পরে খালি পায়ে মিছিলে অংশ নেন।
মংগলবার (৯ আগষ্ট) বেলা পৌনে ১১ টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ী থেকে শোক মিছিলটি বের হয়।এত নেতৃত্ব দেন আমজাদ হোসেন।নিরাপত্তা বাহিনীর সদস্যরা শৃংখলার দায়িত্ব পালন করেন।
বিডি টুডে নিঊজ
তাজিয়া মিছিল,চট্টগ্রাম
শিয়া সম্প্রদায়
আপনার মতামত লিখুন :