[gtranslate]

শিশুদের মসজিদুল হারাম প্রবেশের অনুমতি-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২২, ৯:০৫ পূর্বাহ্ণ / ৮৮
শিশুদের মসজিদুল হারাম প্রবেশের অনুমতি-

ছবি- সংগৃহীত

মক্কার মসজিদ আল হারামে সব বয়সী শিশুদের প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রনালয়।শনিবার এ ঘোষনাটি দেয়া হয়।

মন্ত্রনালয়ের ঘোষনাটি তাদের সরকারি টুইটারের মাধ্যমে প্রকাশিত হয়।এতে বলা হয়,মা-বাবারা তাদের সন্তানদের এখন থেকে তাদের সাথে করে মসজিদ আল হারামে নিয়ে যেতে পারবেন।

পাঁচ বছরের বেশী বয়সীদের ইতমারনা আবেদনের মাধ্যমে যথাযথ  অনুমতি নিতে হবে।আর যে সব অভিবাবক তাদের পাঁচ বছরের কম বয়সীদেরকে নিতে চান ,তারা কোন ধরনের অনুমতি ছাড়াই মসজিদ আল হারামে নিয়ে যেতে পারবেন।

ঊল্লেখ্য,যে কোন দেশ থেকে যেকোন উদ্দেশ্যেই সৌদি আরবে আসুক না কেন সকল ধরনের ভিসাধারীকেই এখন থেকে উমরাহ পালনের সুযোগ দেয়া হবে।

সুত্র- সৌদি গেজেট

আন্তর্জাতিক          মধ্যপ্রাচ্য

বিডি টুডে নিঊজ