আমাদের বাসা- বাড়ীতে অনেক সময়নি প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহারে বিভিন্ন কিছুতে আছড় লাগে।কখনো কখনো আবার ভেংগে যায়।কেঊ তখন এগুলোর ব্যবহার বন্ধ করে দেই।আবার অনেকে ব্যবহার অব্যাহত রাখে।
ভাংগা গ্লাস- প্লেট ও আয়না ব্যবহার করা নিষেধ নয়।তবে পাত্রের ভাংগা স্হানে মূখ দিয়ে খাবার গ্রহন বা পান করা নিষেধ।
প্রসংগত ভাংগা পাত্রে পানাহার করলে- আয়ু কমে যায় বা ঘরে অকল্যাণ নেমে আসে এবং ভাংগা আয়না মূখ দেখা অশুভ,এতে চেহারা নষ্ট হয়ে যায়- এসব কথা- বার্তা বলা কুসংস্কার বৈ আর কিছুই নয়।ইসলামের সাথে এসবের কোন সম্পর্ক নাই।সুতরাং এ জাতীয় কুসংস্কারে বিশ্বাস রাখা হারাম।
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে কুসংস্কার প্রথা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :