[gtranslate]

লগি-বৈঠা দেখেছেন ,আরো অনেক কিছু দেখার আছে-শামীম ওসমান


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ / ১৯৩
লগি-বৈঠা দেখেছেন ,আরো অনেক কিছু দেখার আছে-শামীম ওসমান

ছবি-সংগৃহীত

নারায়নগন্জ -৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন,একাত্তর এর ঘন্টা নারায়নগন্জ থেকে বেজেছে।ঊনসত্তর এর ঘন্টাও নারাায়গন্জ থেক বেজেছে।ছাত্রলীগ,বংগবন্ধুর ঘন্টাও নারায়নগন্জ থেকে বেজেছে।প্রয়োজনে আবারও নারায়নগন্জ থেকে ঘন্টা বাজানো হবে।আংগুল তুলে কথা বলবেন না।হাত কেটে বাসন ধরিয়ে দেওয়ার প্র্যাক্টিস আমাদের আছে।অতএব সাবধান!