ইঊক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন,রাশিয়ার সৈন্যেরা এখন কিয়েভে ঢুকে পড়েছে।
শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তারা একটি টুইট বার্তায় বলেছে,শত্রুরা এখন ওবোলোনাসপৌছে গেছে।এটি কিয়েভ শহরের কন্দ্রস্হল॥কিয়েভের পার্লামেন্ট থেকে নয় কিলোমিটার দুরে।
তারা স্হানীয়দের প্রতি আহবান জানিয়েছেন,যেন তারা মলোটভ ককটেল তৈরী করে পাল্টা লড়াই করে।সেই সাথে অন্যেদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
শান্তিপ্রিয় মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং বাসা ছেড়ে বাইরে না যেতে বলেন।
কিয়েভে থাকা বিবিসির সংবাদাতারা জানান,শহরে এখন বড় ধরনের গোলাবারুদের শব্দ পাওয়া যাচ্ছে।
সূত্র-বিবিসি
আপনার মতামত লিখুন :