যদি ইউক্রেনীয় বাহিনী আত্মসমর্পণ করে,তবে ক্রিয়েভের সাথে আলোচনায় প্রস্তুত মস্কো॥রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন,আমরা দেশটির জনগনকে নির্যাতন এর হাত থেকে রক্ষা করার জন্যে অভিযান চালাচ্ছি।লযাভরভ এর মন্তব্য প্রমান করে যে,রাশিয়া অভিযান চালিয়ে ইউক্রেনীয় বর্তমান কর্তৃপক্ষকে বিতাড়িত করতে চাই।
ল্যাভরভ এটাও বলেন,কেউ ইউক্রেন দখল করতে চায় না।আবাসিক এলাকায় হামলার ক্ষয়ক্ষতির ব্যাপকভিক্তিক প্রমান থাকা সত্ত্বেও ইউক্রেনের সাধারন নাগরিকদের কোন স্হাপনায় রাশিয়ান বাহিনীর হামলার কথা অস্বীকার করেন,ল্যাভরভ।এদিকে রাশিয়ান বাহিনী রাজধানী ক্রিয়েভ্ প্রবেশ করেছে ।
যুদ্বের দ্বিতীয় দিনে রাশিয়ান বাহিনী পৌছে যায় ক্রিয়েভে।কিয়েভে এখনো রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি।
আপনার মতামত লিখুন :