ইউক্রেনে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহিত হয়েছে।দেশটিতে সামরিক হামলার প্রেক্ষাপটে এটি রাশিয়ার জন্যে একটি বড় ধরনের বিপর্যয় বলে ধারনা করা হচ্ছে।
মেজর জেনারেল আ্যান্ডো সোখোভেটোস্কি ছিলেন রাশিয়ার সেন্ট্রাল মেলিটারি ৪১ তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার।ইউক্রেনে রাশিয়ার হামলায় তিনি বৃহস্পতিবার যুদ্ধে নিহিত হন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।তবে মেজরের সহকর্মী সার্গেই ফিফিলিয়ভ তার মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে ঘোষনা দিয়েছেন।ইউক্রেন এবং রাশিয়ার বিভিন্ন পোর্টাল খবরটি ব্যাপকভাবে প্রচারিত হয়।
একটি সামরিক সূত্র”এক স্লাইপারের”হাতে ঐ জেনারেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।ইউক্রেনে রুশ হামলার পর এটিই তিনি নিহিত সবচেয়ে বড় পদবীর একজন কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :