লেবাননের প্রগ্রেসিভ সোস্যালিষ্ট পার্টির প্রধান ও প্রখ্যাত লেবাননি নেতা ওয়ালিদ জুমলাত বলেছেন,রাশিয়ার মত ইসরাইল এর ঊপরে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।ইউক্রেনে হামলার কারনে রাশিয়ার ঊপর নিষেধাজ্ঞা বিষয়ে এমন মন্তব্য করেন ওয়ালিদ জুমলাত।মিডল ইষ্ট মনিটর এমন সংবাদ প্রকাশ করেছে।
প্রখ্যাত লেবাননি নেতা ওয়ালিদ জুমলাতের আক্ষেপ,কেন এখনো ইসরাইলের ঊপর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হচ্ছে না।তিনি তার টুইটার একাউন্টে বলেন,পশ্চিমারা রাশিয়ার ঊপর এতো দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করলেও,কেন তারা ইসরাইলের ঊপর সিদ্ধান্ত নিচ্ছে না।কবে ফিলিস্হিন দখলে নিষেধাজ্ঞা আরোপ করবে পশ্চিমারা?তিনি আরো বলেন,পশ্চিমারা চরম সুযোগ সন্ধানী।স্বার্থই তাদের একমাত্র লক্ষ্যে।শত মানবতার কথা বললেও তারা মুসলিমদের কোন বিষয় আসলে মানবহীনতার পরিচয় দেয়।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং পশ্চিমা দেশগুলোর সরকারকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন।তার অভিযোগ,আন্তর্জাতিক অপরাধ আদালত কোন কাজের কাজ করছে না।এটি একটি বেহুদা ও অকার্যকর প্রতিষ্ঠান।
এ প্রখ্যাত লেবাননি নেতা মনে করেন,পশচিমারা বৈষম্যমূলক আচরন ওনীতির অনুসরন করে।
সূত্র- মিডল ইষ্ট মনিটর
আপনার মতামত লিখুন :