ইউক্রেনের স্বরাস্ট্রমন্তালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে,রাজধানী ক্রিয়েভে রাশিয়ার একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।
জেটটি সকাল ৭ টা নাগাদ কোসিসিয়া স্টিট্রের একটি বাড়ীর নিকট ভূপাতিত হয়ে বিধস্ত হয়।তবে বিবিসি বিমান বিবস্ত্র এর ব্যাপারে সত্যাতা যাচাই করতে পারেনি।সংবাদ মাধ্যম টেলিকানালএনটিএ একটি ছবি প্রকাশ করেছে।সেই ছবিটিতে আকাশে ধোয়া উঠতে দেখা যায়।
এর আগে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দাবী করেছে।তবে রাশিয়ার প্রতিরক্ষার মন্ত্রনালয় বিষয়টি অস্বীকার করেছে।
সূত্র-বিবিসি
আপনার মতামত লিখুন :