রুশ সৈন্যরা ইউক্রেন হামলার চতুর্থ দিনে দেশটির শহর খারকিভে একটি প্রাকৃতিক গ্যাসপাইপে হামলা চালিয়েছে।ইউক্রেনের বিশেষ যোগাযোগ ও সুরক্ষা বিভাগ খবরটি নিশ্চিত করেছে।
ম্যাসেজিং অ্যাপ টিলিগ্রামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হামলার পর সেখানে মাশরুম আকৃতির ধোয়া দেখা যায়।হামলা হলেও ইউক্রেনে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পশ্চিমা দেশগুলোতে পাঠানো অব্যাহত রেখেছে।
জাতিসংঘের মানবিক সংস্হা ওসিএইচএ জানায়,অবকাঠামো ক্ষতিগ্রহস্হ হওয়ায়,হাজারো মানুষ বিদ্যুৎ ও পানি সূবিধা থেকে বন্চিত হয়েছেন।এটি ইউক্রেন জুড়ে সৃস্টির হয়েছে মানবিক বিপর্যয়কর পরিস্তিতি।
সূত্র- আল জাজিয়া
আপনার মতামত লিখুন :